Thikana News
০৪ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫





 

কে দেবে উত্তর

কে দেবে উত্তর





 
নাদিরা বেগম

নদীর কাছে প্রশ্ন করি কোথায় তোমার জল?
আধা পানি কাদা জল জলের নাই কলকল
নদীভরা জল শুকনো বালুর চর তারই মাঝে হাজারো বসতি ঘর
রাঘব বোয়াল তৃষ্ণা মেটাতে নদী শুকিয়ে স্থল!
কোথায় হারাল রংবেরঙের পাখির কলকল
ভোর বিহানে সন্ধ্যা লগনে পাখির নাই কোলাহল
অক্সিজেনের ভান্ডার পাখির আশ্রয়স্থল
করাতের আঘাতে হারিয়ে গেছে সব বনাঞ্চল।
সোনালি সকাল কৃষকের নাই হাঁকডাক
মাঠভরা গরুর পাল নাই লাঙল জোয়ালের চাষ
কারখানার চিমনির কালো ধোঁয়া চোখের জলোচ্ছ্বাস।
মাঠভরা ফসল গোয়ালভরা গরু পুকুরভরা মাছ
সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ

অভাব অনটন দুঃখ দারিদ্র্যের জাঁতাকলে
মানুষের বুকভরা দীর্ঘশ্বাস।
 

কমেন্ট বক্স