Thikana News
০৪ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫





 

বৃথা

বৃথা





 
জর্জেস মোহাম্মদ

মুসলমান ঘরে জন্ম নিয়েছি,
পারিনি হতে, প্রকৃত মুসলমান।
বেহেশত যাবার পথ খুঁজেছি,
বানিয়েছি শান-বাঁধানো গোরস্থান।

ইসলাম শুধু নাম জেনেছি,
করিনি সত্ত্ব সুধাপান।
ধর্ম নামে গর্ব করেছি,
নিঃস্বয়ে করিনি কোনো দান।

ক্ষুধার্ত স্বজন, খুঁজেছি কজন,
নিজেই আছি, বেশ ভালো।
সকল জাতির, স্বজন প্রীতির,
নীতির, বিনাশ হয়ে গেল।

যত সুখ খুঁজিয়া ভুবনের,
সম্পদ লুটি অবলা স্বজন,
বৃথা আশা সুখ-শান্তির।
লুটেরার জীবন, ত্রাসেই যাপন।

মানবেরা শোনো, কথা মানো,
স্বার্থ সন্ধানে, সত্য বিসর্জনে,
সুখও খোদা, নাহি পাবে জানো,
বৃথা সম্পদ, বৃথা সম্মানে।

কমেন্ট বক্স