Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

মা মা ডাকে

মা মা ডাকে





 
লাবলু কাজী

প্রথমের প্রথমায় মাথায় সোনালি বরণের কেশ
গাল তার লাল গোলাপি ফুটন্ত ফুল খোঁপায়
শরীর তার কলসসদৃশ বেঁকে বেঁকে ফণায় সাপ
পা তার সাদা দুধে ধোয়া আঙুলে লাল নেইলপলিশ...
বুক তার পাহাড়ের ঢালু উঁচু-নিচুর ভূমি
ঢেউ খেলে যায় মনের আবেশে উড়ন্ত শাড়ির আঁচলে
অদেখা সেই ডালিমের লোভ কে-বা সামলায়
তাই তো ভ্রমর যথা আশপাশ ঘুরঘুর করে।
বাপ-মায়ের একমাত্র আদুরে কন্যা বড়ই সোহাগিনী
ঝরনা প্রবাহিত পানির শব্দের কোলাহল উঠান মশগুল রাখে
গোলাপির এ গোপালি বড়ই নড়বড়ে দরজার কবজা
ঝড়-তুফানে টিকবে কি না পিতামাতার ভাবনা।
জীবন চলে চড়কগাছ যথা উপর-নীচুর প্রথা
নিয়ন্ত্রণ কার হাতে সবাই জানে তাতে বাধা
গোপালি হারিয়ে গেল বানের জলে শ্রাবণঘন রাতে
আর তো ফিরে এল না মা মা ডাকের গলায়...

কমেন্ট বক্স