Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

দুবাই কনফারেন্সে বাংলাদেশের ব্রান্ডিংয়ে প্রবাসীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান 

দুবাই কনফারেন্সে বাংলাদেশের ব্রান্ডিংয়ে প্রবাসীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান 
মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। প্রবাসীরা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণ করে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। তাদেরকে রেমিটেন্স-যোদ্ধা হিসেবে অভিহিত করা হয়। দেশের মানবৃদ্ধিতে প্রবাসীরাই পালন করতে পারেন ঐতিহাসিক দায়িত্ব । সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্রান্ডিং’ শীর্ষক দুবাই কনফারেন্সের আলোচনায় বিশিষ্ট জনেরা এই মতামত ব্যক্ত করেন।

কনফারেন্সে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, আফ্রিকার কিছু দেশ ছাড়া পৃথিবীর সব দেশেই শ্রমিকের সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের শ্রমশক্তি বাড়ছে। যা বাংলাদেশের জন্য বড় একটি পাওয়া। তিনি বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখছে। তিনি প্রবাসীদের বলেন, আপনারা দেশে প্রচুর রেমিটেন্স পাঠানোর পাশাপাশি বিনিয়োগ করুন।

গত ১৮ সেপ্টেম্বর সেন্টার ফর এনআরবি কর্তৃক দুবাই এর একটি হোটেলে আয়োজিত ‘সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত মাহেরী সায়েদ ও বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসাইন হোসেন। বক্তব্য রাখেন- আমেরিকা প্রবাসী মোহাম্মদ সানোয়ার চৌধুরী, দুবাই কনফারেন্স হোস্ট ড. এইচএম এরশাদ উল্লাহ চৌধুরী, সিআইপি মোহাম্মদ মাহাবুবুল আলম মানিক, লন্ডন প্রবাসী মো. আব্দুল আলিম, ভারতীয় ব্যবসায়ী মো. আবু বক্কর, প্রকৌশলী আবু হেনা চৌধুরী, গালফ্ নিউজ এর সাবেক সাংবাদিক সাইফুর রহমান, প্রকৌশলী সরফরাজ, মিসেস আবিদা হোসেন, জাপান ও দুবাই এর বাংলাদেশী ব্যবসাঁযী শাহাদাত হোসেন ও বাংলাদেশ শারজাহ্ সমিতির মো. আলম প্রমুখ। অনুষ্ঠান আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল ডাচবাংলা ব্যাংক লিমিটেড, বাণিজ্য প্রতিষ্ঠান টিসিবিএল গ্রুপ ও তেপান্তর গ্রুপ।

কনসাল জেনারেল তার বক্তেব্যে বলেন, আমাদেরকে হার্ড স্কিল এর পাশাপাশি সফ্‌ট স্কিলেও পারদশী হতে হবে । তিনি বলেন, নিজেদের পরিশ্রমের মাধ্যমে সাধারন শ্রমিক থেকে প্রবাসীরা ব্যবসার মলিকে পরিনত হচ্ছেন যা আমাদের মানবৃদ্ধিতে ভৃমিকা রাখছে।

এনআরবি চেয়ারপার্সন সেকিল চৌধুরী তার বক্তব্যে বলেন, দল মত নির্বিশেষে সকল প্রবাসীদের মূল্যায়ন করে তাদের দেশের কাজে লাগাতে হবে এবং দেশে প্রবাসীদের জানমাল ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রবাসীদের এত অবদান সত্বেও প্রায়ই দেশে প্রভাবশালীরা প্রবাসীদের সম্পদ জবর দখল করছেন। এই অবস্থার অবসান হতে হবে। প্রশাসনকে প্রবাসীদের পাশে দাঁড়াতে হবে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স