পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সময়মতো খেলোয়াড়দের বেতন না দিতে পারায় তারা অসন্তুষ্ট। বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিদের। তারা জার্সিতে স্পনসরশিপ লোগো লাগাবেন না বলে হুমকি দিয়েছেন।
ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন পরেই বিশ্বকাপ শুরু হয়ে যাবে। ভারতে যাওয়ার ভিসা এখনও পায় নি ক্রিকেট দলটি। ভারতীয় ক্রিকেটারদের তুলনায় তারা কম রিটেনারশিপ পান বলে পাক ক্রিকেটারদের মনে ক্ষোভ আছে। তার ওপর চার মাস ধরে বেতন পান না তারা।
আরও জানা যায়, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছে পাকিস্তান দল। বিদ্রোহী দলটির সিদ্ধান্ত- পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলাটা সম্মানের। তাই তারা খেলবেন; কিন্তু পাক বোর্ডের দেওয়া কোনো লোগো বহন করবেন না। জার্সিতেও কোনো লোগো লাগাবেন না। অর্থাৎ পাক বোর্ড লাভবান হতে পারে- এমন কোনো কাজ তারা করবেন না।
ঠিকানা/এসআর