Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

৩০ বছর পর ফিলিস্তিনে সৌদি প্রতিনিধি দল

৩০ বছর পর ফিলিস্তিনে সৌদি প্রতিনিধি দল
সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় থাকা সৌদি আরব মঙ্গলবার তিন দশকের মধ্যে প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে।

জেরিকোর ভারপ্রাপ্ত গভর্নর ইউসরা সুইতি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে নিযুক্ত সৌদি আরবের অনাবাসিক রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরির নেতৃত্বে প্রতিনিধিদলটি জর্ডান থেকে স্থলবন্দর রামাল্লায় পৌঁছেছে।

ফিলিস্তিনের শীর্ষ কূটনীতিক রিয়াদ আল মালিকি তাকে অভ্যর্থনা জানাবেন বলে রামাল্লায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

১৯৯৩ সালে ঐতিহাসিক অসলো চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এটিই প্রথম সৌদি প্রতিনিধিদল যারা পশ্চিম তীর সফর করেছে। জর্ডানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আল-সুদাইরিকে গত মাসে ফিলিস্তিনি ভূখণ্ডে অনাবাসিক রাষ্ট্রদূত এবং জেরুজালেমের কনসাল জেনারেল নিযুক্ত করা হয়। 

আল-সুদাইরির রামাল্লা সফর এমন সময় হচ্ছে যখন ওয়াশিংটন ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের সম্ভাব্য স্বাভাবিকীকরণের বিষয়ে আলোচনার নেতৃত্ব দিচ্ছে। সূত্র: আল আরাবিয়া

ঠিকানা/এসআর
 

কমেন্ট বক্স