Thikana News
০৪ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫





 

জীবননদী

জীবননদী





 
সাহেলা ইসলাম

স্মৃতির দেয়ালে সাজিয়ে রেখেছি
আমার জীবনের যত ছবি
পথের মাঝে আমি পথ হারিয়েছি
আমি দিশেহারা কবি
শত ব্যথা নিন্দা অপবাদ
আমি সয়ে যাই হাসিমুখে
কাউকে কখনো বুঝতে দেব না
আমার কী যে কষ্ট এ বুকে
যাদের আপনজন ভেবেছি
আমায় ভেবেছে পর
আমার বুকে আঘাত হেনে
বেঁধেছে সুখের ঘর
দোয়া করি তাদের জন্য
তারা থাকে যেন মহাসুখে
ভালোবেসে যাব
আলো দিয়ে যাব
জ্বলেপুড়ে ধুঁকে ধুঁকে
জীবননদীর স্রোতের আঘাতে
কত জীবন নষ্ট হয়ে যায়
সংসার জগৎ জীবন যন্ত্রণায়
নানাবিধ কারণে মানুষ
কত প্রকার কষ্ট পায়।
গোপনে গভীরে কাঁদে প্রাণ
দেখে না কেউ
উঠেছে ওই প্রাণোতলে
কী যে ব্যথার ঢেউ
কখনো কখনো জীবননদীর
ওপর দিয়ে
বয়ে চলে যায় কঠিন
বাস্তবতার ঝড়
সেই ঝড়ের শেষে
আপন মানুষগুলো
হয়ে যায় পর
বিদ্রোহী মন কঠিন আঘাতে
জীবন চলার পথে পথে
কষ্টের মাঝে আমি সৃষ্টি করে যাই
এ জীবন উৎসর্গ করেছি
আমি মানবসেবায় ॥

কমেন্ট বক্স