দলিলুর রহমান
বাংলাদেশে-গ্রামগুলোতে এখন
ঘরে ঘরে খুদে খুদে এনজিও
তাদের হাতে দেশি-বিদেশি অনেক টাকা
তাদের মুখে দাড়ি মাথায় টুপি
মসজিদে আল্লাহ বিল্লায় রত
শেরেবাংলার সময়ে জমিদারদের মতো
তারা জেঁকে বসেছে হালখাতা নিয়ে
তাদের জালে ধরা পড়েছে শত শত চাষি
মেয়ের বিয়ে ছেলের চাকরির জন্য ঘুষ
তাদের এক টুকরো জমি ঘরবাড়ি
ভেসে যাবে বন্যার জলের মতো
এখন তো আর শেরেবাংলা নেই
কে বাঁচাবে তাদেরকে?





