Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫
নিউইয়র্কে কনসার্ট ৮ অক্টোবর

এখনো স্বাধীনভাবে গাইতে পারি না : ন্যান্সি

এখনো স্বাধীনভাবে গাইতে পারি না : ন্যান্সি
বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। আগামী ৮ অক্টোবর রোববার সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায়  মেরি লুইস একাডেমিতে লাইভ ইন কনসার্টে গান গাইবেন তিনি। কনসার্টটির আয়োজন করেছে প্রবাসের জনপ্রিয় প্রমোটর প্রতিষ্ঠান শোটাইম মিউজিক। 
এদিকে লাইভ কনসার্ট উপলক্ষে ২ অক্টোবর সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হ্ইাটসে শেফ মহল রেস্টুরেস্টে এক সংবাদ সম্মেলনে ঠিকানা’র এক প্রশ্নের জবাবে নাজমুন মুনিরা ন্যান্সি বলেন, ‘বাংলাদেশে এখনো স্বাধীনভাবে গান গাইতে পারি না।’ এখানে উল্লেখ্য, নাজমুন মুনিরা ন্যান্সি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ইতিপূর্বে অভিযোগ করেছিলেন। একজন জনপ্রিয় শিল্পী হিসাবে সংবাদ সম্মেলনে তার বক্তব্য শেষে সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে জানতে চান। রাজনৈতিক বিষয়ে কথা বলতে না চাইলেও তিনি সাংবাদিকদের অধিকাংশ প্রশ্নের উত্তর দেন। 
সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি তার যুক্তরাষ্ট্র সফরের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, একজন শিল্পী হিসাবে আয়োজকদের আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্র সফর করছেন। বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। আগামী ৮ অক্টোবর রোববার শোটাইম মিউজিকের ব্যানারে অনুষ্ঠিত লাইভ ইন কনসার্টে গান পরিবেশন করবেন। তিনি বলেন, আমি এই কনসার্টে আমার সর্বোচ্চটুকু দিয়ে দর্শকশ্রোতাদের মন জয় করতে চাই।  
সংবাদ সম্মেলনে শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, নিউইয়র্কে ন্যান্সির অগণিত ভক্তশ্রোতা রয়েছে। দীর্ঘদিন থেকে তাদের অনুরোধ ছিল ন্যান্সির কনসার্ট আয়োজনের। দেরীতে হলেও সেই সুযোগটি এসেছে। তিনি বলেন, ন্যান্সির কনসার্ট খুবই উপভোগ্য হবে। উপস্থাপনায় থাকবেন জনপ্রিয় উপস্থাপক শামসুন নাহার নিম্মি।
সংবাদ সম্মেলনের শুরুতে সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন ন্যান্সি। এরপর নিজের কথা বলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি স্পষ্ট কথা বলি। আমি বিএনপিকে সর্মথন করি। আপনারাও কোন না কোন দলকে সর্মথন করেন। আপনারা প্রকাশ্যে বলছেন না। আর আমি বলছি। ন্যান্সি বলেন, এ বছর নতুন কিছু গান করেছি। সেগুলো পর্যায়ক্রমে বাজারে আসবে। 
শোটাইম মিউজিকের সংবাদ সম্মেলনের আগে আরেকটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় একই স্থানে। বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য দেন বাবলু জাহাঙ্গীর, এনামুল হক, নিক রোয়ান, আলমগীর খান আলম প্রমুখ। 
সংবাদ সম্মেলন বলা হয়, সঙ্গীতশিল্পী ন্যান্সি নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে আবস্থান করবেন। এই সময়ে তিনি নিউইয়র্ক, বাফেলো, ওয়াশিংটন ডিসি, বোস্টন, মায়ামী ও লস অ্যাঞ্জেলসে সঙ্গীত পরিবেশন করবেন। 
সংবাদ সম্মেলনে ন্যান্সি আরো বলেন, ১৮ বছর ধরে সঙ্গীত জগতে বিচরণ করছি। কখনো আমেরিকায় আসা হয়নি। এবারই প্রথম এলাম। একজন শিল্পী হিসাবেই এখানে আমাকে তুলে ধরতে চাই। আমি যখন গান করি তখন শিল্পী সত্ত্বাই আমার মধ্যে কাজ করে।  অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জীবনে উত্থান-পতন থাকবে। এসব জীবনেরই অংশ। এসব না থাকলে আমার কাছে জীবনটা মৃত বলে মনে হয়।
নাজমুন মুনিরা ন্যান্সির সঙ্গীত জীবন শুরু হয় ২০০৬ সালে হৃদয়ের কথা চলচ্চিত্রের গান গেয়ে। ২০০৯ সালে তার প্রথম অ্যালবাম ভালোবাসা অধরা মুক্তি পায়। ২০১১ সালের প্রজাপতি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া মেরিল-প্রথম আলো পুরস্কার-এ ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা সাতবার তারকা জরিপে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী) বিভাগে পুরস্কার অর্জন করেন।
ন্যান্সির গ্রামের বাড়ি নেত্রকোণার সাতপাইতে।

কমেন্ট বক্স