Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

ছন্দ খেলা

ছন্দ খেলা
আবদুল হামিদ সোহেল

ছন্দ তুমি-তোমায় নিয়ে খেলতে কে চায়
ছন্দ তুমি সস্তা তো নয় কেনাবেচায়
তোমার সাথে সঙ্গ দিয়ে শব্দ নাচে
কথার মালায় প্রাণ ফিরে পায় আপনি বাঁচে
সুদূর থেকে হাঁক মেরে যায় শব্দধ্বনি
ছন্দপতন হলেই যে ভয় কোন অশনি
তাক ধিনা ধিন ছন্দ দিয়ে বাক্য হলে
কাব্যমালায় শব্দ বিলায় সব মহলে
ভাবের মাঝে আগন্তুকের মতোই জানি
ধ্বনির লয়ে শব্দ করে টানাটানি
ছন্দ মেলায় মাত্রা দিয়ে সেই আবেগে
আবেগমাখা কথার বচন অট্ট হেসে
কেমন জানি আনন্দে তাই ভাবের মেলায়
ছন্দ নাচে অপূর্ব এক ছন্দ খেলায়।

কমেন্ট বক্স