লাবলু কাজী
অন্ধকার তা তো কালো মিশমিশে
কালো জগতের আলো কবির ষোলকলা পূর্ণা
ক্লিউপেট্রা সুন্দর তার আদিম উপমা তা জানি
আহা মরি মরি আমি প্রেমে মজিয়া কালোতে
আমার চোখে দেখো প্রেম তার পূজারি
জীবন ভ্রমিয়া দেখি কালোতে কেমন আলো
রাতের কালো আকাশের বুক বিদীর্ণ করিয়া
উল্কার বেগে তারকার খসে পড়া বিদায়ের বেলা
এ কি জীবনবোধের মহার্ঘ্য নয় উপমায়।
ভালো লাগার অমৃত সেচনে এ যে জাগ্রতা
আমরণ কী নামে ডাকব এ রাত্রি নিশিতে?
তমা, রিমা, সীমা আরও কত কী নাম
নাম না-জানা সেই সূর্যকন্যা আমার অনুভবে
সদা জাগ্রত মনের অন্ধকারে বন্দী
তুমি কি আমায় আলোতে ডেকে নেবে না?
                           
                           
                            
                       
    
 
 


                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
