১৯৯২ সালের বিশ্বকাপ আসর বসেছিল তাসমান সাগরপারে। ৯ দেশের অংশগ্রহণে রঙিন জার্সি গায়ে চাপিয়ে ওই বিশ্বকাপে প্রতিটি দেশ অন্তত একটি ম্যাচে হলেও জয়ের মুখ দেখেছিল। সেই ঘটনার ৩০ বছর এবং ৭ আসর পর এসে পুনরাবৃত্তি হলো একই ইতিহাসের।
ভারত বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেল শ্রীলঙ্কা। নেদারল্যান্ডসকে তারা হারিয়েছে ৫ উইকেটে। এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার চেয়ে শক্তিতে পিছিয়ে থাকা আফগানিস্তান আর নেদারল্যান্ডসও জয়ের মুখ দেখেছে আগেই। অঘটন উপহার দিয়ে আফগানিস্তান হারায় ইংল্যান্ডকে আর নেদারল্যান্ডস হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে।
১৯৯২ বিশ্বকাপের পর থেকে ২০১৯ পর্যন্ত সবগুলো আসরেই কোনো না কোনো দল জয়বঞ্চিত ছিল। ১৯৯৬ আসরে নেদারল্যান্ডস, ১৯৯৯ আসরে কেনিয়া ও স্কটল্যান্ড ও ২০০৩ আসরে নামিবিয়া ছিল এই তালিকায়।
২০০৭ আসরে এই তালিকায় ছিল তিনটি দেশ স্কটল্যান্ড, বারমুডা ও কানাডা। ২০১১ সালের বিশ্বকাপেও জয়বঞ্চিত থাকতে হয় কেনিয়া ও নেদারল্যান্ডসকে। ২০১৫ আসরে এই ভাগ্যবরণ করতে হয় আরব আমিরাত ও স্কটল্যান্ডকে। আর গত বিশ্বকাপে জয়ের মুখ দেখতে ব্যর্থ হয় আফগানিস্তান।
ঠিকানা/এনআই