২০২৪ সালের জানুয়ারির প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদন করতে আহ্বান বিজ্ঞপ্তি দিয়েছে ইসি। এতে ২১ নভেম্বরের মধ্যে আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে।
২২ অক্টোবর রোববার নির্বাচন কমিশন জানায়, ইসি এই বিজ্ঞপ্তি পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসে পাঠাবে। বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনগুলোতেও পাঠাতে হবে।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছরের জানুয়ারির প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন কমিশন সব সময় একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রতিজ্ঞাবদ্ধ। ইসি চায় দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকেরা যেন নির্বাচন পর্যবেক্ষণ করেন।
এ প্রসঙ্গে ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আসাদুল হক বলেন, ‘এই বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও দেওয়া আছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস থেকে এর প্রচার চালানো হবে বলে আশা করছি।’
ঠিকানা/এনআই