Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

আর ফেরা হলো না

আর ফেরা হলো না





 
জহিরুল হক বিদ্যুৎ

অবশেষে-
আর ফেরা হলো না।
পথের বাঁকে চপল পদধ্বনি
মহুয়ার বনে মাতাল গন্ধ,
উর্বশীর ঠোঁটে উন্মাতাল ঢেউ
স্মৃতির জলছাপে আদুরে মুখ,
তবুও আর ফেরা হলো না!
সময়ের কশাঘাতে দীর্ঘ হয় রাত
ঝরে পড়ে পায়রার শুভ্র পালক।
সম্মুখে বিছানো আগুন পাথর
কাব্যিক উঠোনে বিপ্লবী হাওয়া
রক্তাক্ত হয় যৌক্তিক চাওয়াগুলো।
উষ্ণ সময়ের ব্যালকনিতে দাঁড়িয়ে
গায়ে জড়িয়ে রেখেছি বরফচাদর,
অযৌক্তিক চোখের অগ্নিদহনে
একদিন জ্বলেপুড়ে হব আগুনপাখি।

কমেন্ট বক্স