Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

আমার আছে, তোমার নেই

আমার আছে, তোমার নেই





 
নাসরীন জামান

তোমার অনেক বন্ধু আছে, সঙ্গ আছে,
প্রেমের জালে পা জড়ানোর পঙ্খি আছে
হাত মেলানোয় কবজি-ভরা শক্তি আছে
আমার নেই।

তোমার এখন আকাশছোঁয়ার স্বপ্ন আছে,
স্বপ্নগুলো পূরণ করার চেরাগ আছে,
ডাক হাঁকলেই দৌড়ে আসার মানুষ আছে,
আমার নেই।

তোমার একটা গানের সুরের জলসা আছে,
মসলামাখা একটা স্বাদের জীবন আছে,
সেই জীবনে ঝালের পরে মিষ্টি আছে,
আমার নেই।

তোমার অনেক যুক্তি আছে, তর্ক আছে,
এই সময়ের ঠান্ডা-গরম বাতাস বোঝার
ত্বকও আছে, ত্বকের ক্ষতের মলম আছে,
আমার নেই।

আমার আছে বৃষ্টিধোয়া বিশাল আকাশ,
সেই আকাশের রংধনুটাও আমি নিজেই।
সে রং ছোঁয়ার সেই সে বিশাল হৃদয়টা যে
তোমার নেই।

কমেন্ট বক্স