রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়য়ের প্রধান ফটকের সামনে ‘ক্রাইম সিন’ উল্লেখ করে কর্ডন টেপ দিয়ে মুড়িয়ে দিয়েছে পুলিশ। এতে নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করতে পারবে না। আজ ২৯ অক্টোবর (রবিবার) সকালে এ ঘটনা ঘটে। কার্যালয়ের সামনে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একটি ইউনিট কাজ করছে। তারা জায়গাটি ঘিরে রেখেছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দুপাশেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে৷ পাশে রাখা হয়েছে জলকামান ও প্রিজন ভ্যান। আর কার্যালয়কে ঘেরাও করে রাখা হয়েছে ক্রাইম সিনের ফিতা দিয়ে। এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে ঘোরাফেরা করা দুজনকে বিএনপির কর্মী সন্দেহে থানায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে পল্টন জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম রোহানী সংবাদমাধ্যমকে বলেন, শনিবার দিবাগত রাতে সিআইডির ক্রাইম সিন ইউনিট বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ক্রাইম জোন ঘোষণা করেছে। আর দুজনকে সন্দেহজনক মনে হওয়ায় আটক করা হয়েছে। যাচাই-বাছাই করে অপরাধী না হলে ছেড়ে দেওয়া হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে পুলিশ। রোববার সকালে তার গুলশানের বাসা থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।
এদিকে রাত থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে।
ঠিকানা/এসআর