Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 
ইশরাক-সারওয়ার্দীও আসামি

বাইডেনের কথিত উপদেষ্টার বিরুদ্ধে মামলা

বাইডেনের কথিত উপদেষ্টার বিরুদ্ধে মামলা ফাইল ছবি





 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফী ওরফে মিয়া আরেফীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে পল্টন থানায় মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক কাজ করার অভিযোগ আনা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার বাসিন্দা মহিউদ্দিন শিকদার এ মামলার বাদী।

এই মামলায় আরেফী ছাড়াও বিএনপি নেতা ইশরাক হোসেন ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) হাসান সারওয়ার্দীকে আসামি করা হয়েছে।

এর আগে রোববার (২৯ অক্টোবর) দুপুরে বিমানবন্দর থেকে আরেফীকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের কাছে হস্তান্তর করে। জানা যায়, তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেছেন, মিয়া আরেফীকে হেফাজতে নিয়ে বেশ কিছু বিষয় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বলেছেন, তাকে ভুল বুঝিয়ে বিএনপি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল।

আরেফীর বরাত দিয়ে ডিবিপ্রধান বলেন, তিনি যেটি বলেছিলেন সেটি ভুল করেছিলেন। এটির জন্য দুঃখ প্রকাশ করেছেন। তাকে এটি শিখিয়ে দেওয়া হয়েছে যে, তিনি স্পিকার, ডেমোক্র্যাট কমিটির লিডার এবং জো বাইডেনের উপদেষ্টা—সেটি বিএনপি কার্যালয়ে গিয়ে বলবেন।

এর আগে গত শনিবার সন্ধ্যায় আরেফী নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। পরে বিএনপি থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নামে কাউকে মহাসচিব চেনেন না।

এরপর ঢাকায় নিয়োজিত যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন, ‘ওই ব্যক্তি (ইশরাকের সঙ্গে থাকা) মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কথা বলেন না। তিনি ব্যক্তিগতভাবে ওখানে গিয়েছেন।’

রোববার সকালে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত, তার ব্যাপারে তদন্ত হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স