Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

দ্রোহের খাম

দ্রোহের খাম





 
সোমা মুৎসুদ্দী

আমার বুকে বৃষ্টি যখন
তোমার বুকে খরা
আমার চোখের সমুদ্রসুখ
তোমার হয়নি পড়া।

মাতাল হাওয়ায় উড়ছে আমার
শাড়ির আঁচলখানি
তুমি তখন হচ্ছ কি রোজ
রাজপথে কোরবানি।

তোমার, আমার দেখা হবে
মিছিল মধ্যিখানে
জীবনজুড়ে প্রতিবাদের
প্রবল ঝড়-তুফানে।

তোমার জন্য রাজপথে আসা
বুকের মাহুত নিয়ে
প্রেরণার সাথে শক্তি জোগাবে
শেষ ভালোবাসা দিয়ে।

কমেন্ট বক্স