রাজনৈতিক বিরোধের জেরে রূপগঞ্জে সাবেক ছাত্রদল নেতা আবু মোহাম্মদ মাসুমের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের নবগ্রাম এলাকায় আবু মাসুমের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা বাড়ির গেট ভেঙে প্রবেশ করে ভেতরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। তারা জানান, উপজেলা ছাত্রলীগের অন্তত শতাধিক কর্মী লাঠিসোঁটা নিয়ে গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। তবে ঘটনার সময় মাসুম বাড়িতে উপস্থিত ছিলেন না। হামলাকারীরা ঘরে ঢুকে প্রতিটি কক্ষ ভাঙচুর করে। ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ, এসি ভেঙে ফেলা হয়। বাদ যায়নি টয়লেটের কমোডও। এ ছাড়া আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।
এ বিষয়ে আবু মাসুম বলেন, ‘গত দুই দিন অবরোধের সমর্থনে আমি রূপগঞ্জে বেশ কিছু কর্মসূচি পালন করেছি। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের লোকজন আমার বাড়িতে হামলা চালায়।
এতে আমার অন্তত ৩০ লাখ টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। আমি পুলিশের গ্রেপ্তারি এড়াতে বাড়িতে থাকি না, সেটা জেনেও শুধু আমার পরিবারকে নির্যাতন করতে এই হামলা চালানো হয়েছে।
ঘটনা জানার পরপরই সে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলে মন্তব্য করেন জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন। তিনি বলেন, ‘থানার পাশে একটি বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে রূপগঞ্জ থানার একটি টিম সেখানে গেছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কারা এই হামলা চালিয়েছে, তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
ঠিকানা/এসআর