যুক্তরাষ্ট্রে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন আমেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরামের (এবিএসএফ) কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এসএ টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি শরীফ উদ্দীন সন্দ্বীপি সভাপতি এবং একুশে টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার আউয়াল চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ২৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের ব্রুকলিনের ৫০৪ ম্যাকডোনাল অ্যাভিনিউর ওসা স্কুলের হলরুমে সংগঠনের ৯ সদস্যবিশিষ্ট ২০২৩-২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এ সময় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট কলামিস্ট সামসুউদ্দীন আজাদ।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মুরাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিজনেস পোস্টের নিজস্ব প্রতিবেদক শাহীন হাওলাদার, কোষাধ্যক্ষ এটিএন বাংলার সাংবাদিক আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক আবু সায়েম, প্রচার সম্পাদক জাফর উল্যাহ (যুগান্তর) এবং কার্যনির্বাহী সদস্য মাজহারুল ইসলাম (জয়যাত্রা) ও কামরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের কাউন্সেলর অ্যান্ড হেড অব সেন্সরি ইসরাত জাহান। তিনি বলেন, সাংবাদিকেরাই প্রকৃত তথ্য মানুষের সামনে তুলে আনতে পারেন। এই সংগঠনকে আমি সাধুবাদ জানাই। আমেরিকান প্রবাসীরা বাংলাদেশে বিপুল পরিমাণে রেমিট্যান্স পাঠাচ্ছেন। তাদের কষ্টে অর্জিত অর্থ বাংলাদেশের উন্নয়নে সহায়ক হচ্ছে। প্রবাসীরা সেবা নিতে এসে কেউ যেন ভোগান্তির শিকার না হন, সেদিকে আমরা খেয়াল রাখছি। যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সমস্যা নিরসনে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে আমেরিকান প্রবাসীদের এ সমস্যা সমাধান হবে বলে আশা রাখি।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন হাওলাদারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল হাসেম। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি লিডার মামুনুর রশীদ মামুন, কমিউনিটি লিডার জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী সোলতান আহম্মেদ, ব্যবসায়ী মোহাম্মদ পারভেজ, ওসা স্কুলের স্বত্বাধিকারী ইয়াসির আরাফাত প্রমুখ।
ঠিকানা/এনআই