রাজধানীর গুলিস্তান এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৪ নভেম্বর শনিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে গুলিস্তান চত্বর এলাকায় মঞ্জিল পরিবহনের একটি বাসে এই আগুন দেওয়া হয়।
তবে কে বা কারা আগুন দেয়, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে রাজধানীর নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়দাবাদে তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঠিকানা/এনআই