ব্যাট হাতে তাণ্ডব চালালেন গ্লেন ম্যাক্সওয়েল। হাঁকালেন ডাবল সেঞ্চুরি। তার অতিমানবীয় ইনিংসের কাছে হারল আফগানিস্তান। অস্ট্রেলিয়া জিতল ৩ উইকেটে। ১৯ বল হাতে রেখেই। দাপুটে জয়ে সেমিফাইনালে নাম লিখেছে অস্ট্রেলিয়া। তবে হেরেও সেমির আশা জিইয়ে রেখেছে আফগানরা। ব্যাটিংয়ের শুরুটা মোটেই ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ৯১ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলছিল তারা। ক্রিজের অন্য এক প্রান্তে ব্যাটারদের আসা যাওয়ার মিছিল চলতে থাকলেও ব্যতিক্রম ছিলেন কেবল ম্যাচসেরা ম্যাক্সওয়েল। অন্য প্রান্ত আগলে রেখে হাঁকিয়ে ফেলেন ডাবল সেঞ্চুরি। ১২৮ বলে খেলেন ২০১ রানের বিধ্বংসী এক ইনিংস। তার ইনিংসটি সাজানো ছিল ২১ বাউন্ডারি ও ১০ ছক্কায়। বাকি ব্যাটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ২৪ রোন এন দেন মিচেল মার্শ। আফগানদের হয়ে দুটি করে উইকেট শিকার করেন নাভিন-উল-হক, আজমাতুল্লাহ ওমরজাই ও রশিদ খান।
অস্ট্রেলিয়ান বোলার বিরুদ্ধে ব্যাট হাতে দাপট দেখান আফগান ইব্রাহিম জাদরান। আদায় করে নেন দাপুটে এক সেঞ্চুরি। তার সতীর্থ ব্যাটাররাও কম যাননি। দুরন্ত ব্যাটিংয়ে ৫ উইকেট হারিয়ে ২৯১ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে আফগানিস্তান। চমৎকার ব্যাটিংয়ে ১৪৩ বলে ইব্রাহিম জাদরান খেলেন ১২৯ রানের দুর্বার এক ইনিংস। ৮ চার আর ৩ ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার এ আলো ঝলমলে ক্রিকেটীয় ইনিংসটি। তার সঙ্গে ৩৫* রানে অপরাজিত থেকে যান রশিদ খান। আর ৩০ রান আসে রহমত শাহর ব্যাট থেকে।
অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট নেন জশ হ্যাজলউড। একটি করে উইকেট পান মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা। তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। প্রতিপক্ষ অজিদের জানায় তারা ফিল্ডিংয়ের আমন্ত্রণ।
ঠিকানা/এম