Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

শামিকে বিয়ে করবেন পায়েল!

শামিকে বিয়ে করবেন পায়েল! মোহাম্মদ শামি ও পায়েল ঘোষ। ছবি : সংগৃহীত
চলমান বিশ্বকাপে প্রথমদিকে সুযোগ পাননি মোহাম্মদ শামি। তবে শেষ ৪ ম্যাচে সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন এই পেসার। ১৬ উইকেট নিয়ে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী এখন তিনিই। চারিদিকে তাই চলছে শামি বন্দনা। এরই মধ্যে এক অভিনেত্রীর কাছ থেকে বিয়ের প্রস্তাবও পেলেন ভারতের এই পেসার। শামিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন অভিনেত্রী ও রাজনীতিবিদ পায়েল ঘোষ। তবে বিয়ের ক্ষেত্রে পায়েলের শর্ত একটিই। নিজের ইংরেজিতে উন্নতি আনতে হবে শামিকে। 

পায়েল তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, ‘শামি, তুমি তোমার ইংরেজিটা একটু শুধরে নাও। আমি তোমাকে বিয়ে করার জন্য তৈরি।’ সেই টুইটের কোনো জবাব দেননি শামি। অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় নন তিনি। দল জিতলে মাঝেমধ্যে উদযাপন করতে দেখা যায় তাকে। 

সেই টুইট ভাইরাল হতে অবশ্য সময় নেয়নি। এরপরই পায়েল সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু হয়ে যায়। কলকাতাভিত্তিক গণমাধ্যম আনন্দবাজার ও সংবাদ প্রতিদিন সূত্রে জানা যায়, কলকাতায় জন্ম পায়েলের। গ্র্যাজুয়েশন শেষ করে অভিনয়ের উদ্দেশ্যে মুম্বাইয়ে পাড়ি দেন তিনি। সেখানে ‘প্রায়াণামে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন পায়েল। পরে ‘বর্ষাধারে’, ‘উসারাভেল্লি’, ‘মিস্টার রাস্কেল’, ‘প্যাটেল কি পঞ্জাবি শাদি’ সিনেমায় অভিনয় করেছেন পায়েল।

প্রসঙ্গত, হাসিন জাহানকে বিয়ে করেছেন শামি। যদিও তাদের এখন বিবাহবিচ্ছেদের মামলা চলছে। তাদের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি কম হয়নি। এই দুজনের ঘরে একটি কন্যাসন্তানও আছে।


ঠিকানা/এম

কমেন্ট বক্স