নুশরাত রুমু
যোজন দূরে তুমি আমি
জাগে আশা সর্বনাশা
স্বপ্ন ভীষণ দামি।
অযুত দুঃখ ভুলে থাকি
তোমার কথায় গুল্মলতায়
বাঁধতে শুধু বাকি।
হৃদয় মাঝে এ কোন খেলা
ভালোবাসায় আলো আশায়
করছি অবহেলা।
ছুঁয়ে গেল অনুভবে
দীপ্ত চোখে দূর আলোকে
বুঝবে তুমি কবে?
সেই কথাটি শুনব বলে
বহুদূরে করুণ সুরে
সময় গেল চলে।





