হামাস-ইসরায়েল সংঘাত ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশে প্রায়ই বিক্ষোভ দেখা যাচ্ছে। এর বেশির ভাগই ফিলিস্তিনিদের সমর্থনে। এ ছাড়া এই সংঘাত বন্ধ করতে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে। এবার লন্ডনে যে বিক্ষোভ হলো, তা এ সময়ের সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ বলেই মনে করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, গাজায় যুদ্ধবিরতির দাবিতে ১১ নভেম্বর শনিবার লন্ডনের রাস্তায় নামেন প্রায় ৩ লাখ ফিলিস্তিনপন্থী। পুলিশ বলছে, তারা কেন্দ্রীয় লন্ডনের হাইড পার্ক থেকে এই বিক্ষোভ শুরু করেন। এই আন্দোলনের বিপক্ষে সেখানেই বিক্ষোভ করেন একদল। তারা বিশৃঙ্খলা করায় ৯২ জনকে আটক করা হয়েছে।
গত ৭ অক্টোবর গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের আক্রমণে ইসরায়েলের ১ হাজার ৪০০ জনেরও বেশি নিহত হয়। এ ছাড়া হামাস জিম্মি করেছে অন্তত ২৪০ জনকে। এ হামলার পরপরই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই শিশু।
ঠিকানা/এনআই