পঞ্চম দফার অবরোধে ১৮টি যানবাহনে আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। ১৪ নভেম্বর মঙ্গলবার থেকে ১৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত এসব আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান।
তিনি বলেন, দুই দিনে ১৮টি যানবাহনে আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতটি বাস, তিনটি কাভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, দুটি লেগুনা ও একটি ট্রেন পুড়ে যায়।
তিনি বলেন, ১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৬টি আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ৫টি, ঢাকা বিভাগে (দোহার, টাঙ্গাইল) ২টি, বরিশাল বিভাগে (ঝালকাঠি) ১টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ) ৫টি, চট্টগ্রাম বিভাগে (চট্টগ্রাম, চাঁদপুর) ২টি, সিলেট বিভাগে (সিলেট সদর) ১টি আগুনের ঘটনা ঘটে।
এসব আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ২৮ ইউনিট ও ১৫৩ জন জনবল কাজ করে।
ঠিকানা/এনআই