Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

উপকূল অতিক্রম করে দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় মিধিলি

উপকূল অতিক্রম করে দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় মিধিলি ছবি সংগৃহীত
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি বাংলাদেশের উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়ে পটুয়াখালী এলাকায় অবস্থান করছে।

১৭ নভেম্বর শুক্রবার বিকাল চারটায় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এখন মোংলা ও পায়রা বন্দরে দেওয়া ৭ নম্বর বিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আর চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরের ৬ নম্বর বিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, মিধিলির মূল অংশ বেলা তিনটার মধ্যে উপকূল অতিক্রম করেছে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ১০২ কিলোমিটার।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের শেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মিধিলি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বেলা তিনটায় উপকূল অতিক্রম করেছে। এটি বর্তমানে পটুয়াখালী ও তার কাছাকাছি এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি স্থলভাগের অভ্যন্তরে আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর আগে দুপুর ১২টায় পটুয়াখালীর খেপুপাড়ার মোংলা ও পায়রা উপকূল দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করে মিধিলি।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স