Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

ঢাকায় পাঁচ বাসে আগুন

ঢাকায় পাঁচ বাসে আগুন
বিরোধী জোটের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগে রাজধানী ঢাকায় পাঁচটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৮ নভেম্বর (শনিবার) সন্ধ্যার পর থেকে রাত ১২টার মধ্যে রাজধানীর আগারগাঁও তালতলা, গুলিস্তানের কাপ্তানবাজার, ধানমন্ডি, মিরপুর ও মোহাম্মদপুরে পাঁচ বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। এছাড়া রাতে চট্টগ্রামে দুই গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাই। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে যায়।

এদিকে গুলিস্তানে কাপ্তানবাজারে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, গুলিস্তানে একটি বাসে আগুন লাগার খবর পাই আমরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।

এদিকে রাত ১০টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে বসিলার মাঝে সড়কে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। রাত ১১টা ৫৮ মিনিটে মিরপুর কালশি রোডে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে। এর আগে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকায় মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওদিকে রাত ৮টা থেকে ৯টার মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী ও চান্দগাঁও এলাকায় একটি বাস ও একটি মিনি ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটে।


ঠিকানা/এম

কমেন্ট বক্স