Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

‘সবার সঙ্গেই নাকি প্রেম করেছি’

‘সবার সঙ্গেই নাকি প্রেম করেছি’
ক্যারিয়ারে বয়স যুগ পেরিয়ে গেলেও সেভাবে নিজের অবস্থা তৈরি করতে পারেননি অভিনেত্রী নার্গিস ফাখরি। তবে নিয়মিতই প্রেম নিয়ে থাকেন আলোচনায়। গুঞ্জন রয়েছে ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘রকস্টার’-এর শুটিং চলাকালীন সিনেমাটির নায়ক রণবীরের সঙ্গে ক্যামেরার নেপথ্যেও নাকি সম্পর্ক তৈরি হয়েছে নার্গিসের।
সেই সময় নিজের চর্চিত প্রেমজীবন নিয়ে মুখ খোলেননি তিনি। অবশেষে বিষয়টি নিয়ে এক যুগ পর বুলি ফুটলো নার্গিসের মুখে।

সম্প্রতি এক সাক্ষাত্কারে নার্গিসকে রণবীরের সঙ্গে তার সমীকরণ নিয়ে প্রশ্ন করা হলে নার্গিস বলেন, ‘আমি তো বলিউডে যতজন অভিনেতার সঙ্গে কাজ করেছি, সবার সঙ্গেই নাকি আমি প্রেম করেছি। প্রতিদিন এমন একটা করে লেখা পড়তাম আমি। একদিন তো আমি শুনতে পাই, আমি নাকি শহীদ কাপুরের সঙ্গে তার ফ্ল্যাটে থাকছি। আর সেখানে নাকি আমার মা এসেছেন, শহীদের সঙ্গে দেখা করতে। অথচ আমার মা কোনোদিন এখানে আসেননি।’

রণবীরের সঙ্গে প্রেম নিয়ে সরাসরি কোনো জবাব না দিলেও ২০১৩ সাল থেকে অভিনেতা আদিত্য চোপড়ার ভাই উদয় চোপড়ার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন নার্গিস। সেই সময় সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও পরবর্তীতে উদয়ের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন এই অভিনেত্রী। যদিও ২০১৮ সালে ৫ বছরের সম্পর্কের ইতি টানেন এই যুগল।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স