Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

অপ্রিয় সত্য

অপ্রিয় সত্য





 
সুজন দাশ

টাকাই হলো আলাদিনের সত্যিকারের দৈত্য,
এই কথাটাই সবার ওপর একশত ভাগ সত্য!
টাকা আছে সবাই আছে ঘুরবে তোমার সঙ্গে,
টাকা তোমায় যশ ও খ্যাতি দেয় পরিয়ে অঙ্গে।

পিতা-মাতা বন্ধু-স্বজন বাস করে সব টাকাতে,
টাকাবিহীন কেউ পাবে না তোমার পানে তাকাতে!
যেই না তুমি হবে ভায়া গরিব পথের ভিখারি,
বন্ধু বলে মানবে না কেউ করবে না কেউ স্বীকারই!

প্রিয়াও তোমার প্রেমের বাঁধন করতে যাবে ছিন্ন,
আলগা তারে বাজবে বাঁশি প্রীতিই হবে দীর্ণ!
বলব তবু লোভের কাছে হয়ো না ভাই বিক্রি,
মহত্ত্ব প্রেম ঊর্ধ্বে সবার রয় তাতে তার ডিক্রি!

কমেন্ট বক্স