যুক্তরাষ্ট্র প্রবাসীদের ব্যাংকিং সেবায় যুক্ত করতে রাষ্ট্রায়াত্ত সোনালী ব্যাংক এবার নিয়ে এলো সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপ। এর মাধ্যমে ২৪ ঘণ্টা যুক্তরাষ্ট্র থেকে বিনা খরচে যে কোনো ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে তাৎক্ষণিক রেমিট্যান্স পাঠানো যাবে।
যুক্তরাষ্ট্র থেকে অ্যাপটি ব্যবহার করে রেমিট্যান্স পাঠালে সরকার ঘোষিত আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি সোনালী ব্যাংক দেবে আরো আড়াই শতাংশ। ২১ নভেম্বর মঙ্গলবার রাজধানী ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার অ্যাপটি উদ্বোধন করেন। নিউইয়র্কে জ্যামাইকার খলিল’র বিরিয়ানি হাউজের মিলনায়তনে একযোগে নতুন অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠান হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ছাড়াও অনুষ্ঠনে ভার্চুয়ালি যোগ দেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফজাল করিম, কানাডা থেকে যোগ দেন সোনালী ব্যাংক-এর চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।
যুক্তরাষ্ট্র থেকে সোনালী এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ও সিইও দেবশ্রী মিত্র অনুষ্ঠানটি সমন্বয়ক করেন। সোনালী এক্সচেঞ্জের নিউইয়র্কের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কমিউনিটির সুধীজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেবশ্রী মিত্র জানান, সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা পাঠালে গ্রাহকের টাকা যেমন নিরাপদে থাকবে, তেমনি দেশও উপকৃত হবে।