দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোটে অংশ নেওয়া দলগুলোতে উৎসব শুরু হয়েছে। মনোনয়ন নিয়ে দৌড়ঝাপ শুরু হয়েছে। পরপর তিনবার ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগেও শুরু হয়েছে মহোৎসব। এরই অংশ হিসেবে ২৬ নভেম্বর (বরিবার) চূড়ান্ত হবে সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন। আর তাই আওয়ামী লীগ নেতাকর্মীর জন্য ভাগ্য পরীক্ষার দিন আজ।
তথ্যসূত্র বলছে, সারাদেশে ৩০০ সংসদীয় আসনে দলের মনোনয়ন পেতে ফর্ম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন। ফলে দলটিতে প্রতিটি আসনের জন্য গড়ে এগারজন করে দলের প্রার্থিতা চাইছেন।
৩০০ আসনের বিপরীতে জমা পড়া তিন হাজারের বেশি মনোনয়ন থেকেই চূড়ান্ত হবে, কারা ভোটের মাঠে লড়বেন। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ডেকে তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন। পরে বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৩০০ আসনের দলীয় প্রার্থী ঘোষণা করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের অনেক কর্মী মনোনয়ন পাননি। কিন্তু, এবার পরিস্থিতি ভিন্ন। তৃণমূল, মাঠের লড়াকুদেরই মনোনয়ন চূড়ান্ত হবে বলে জানা গেছে।
বিপুল সংখ্যক মনোনয়ন প্রত্যাশী ভিড়ে তাই দেখার পালা কোন ৩০০ জনের ভাগ্যে জোটে মাঠে লড়াইয়ের সুযোগ। ২০০৮ সালের পর থেকে ২০১৮ পর্যন্ত তিন নির্বাচনে বিজয়ী এবং জনপ্রিয় দলটি উন্নয়নে ঘাটতি রাখেনি। ব্যাপক জনপ্রিয় হওয়ায় দেশের রাজনৈতিক অঙ্গনেরও তাই সারা পড়েছে। যারা সংসদ সদস্য হতে চান তারাও দৌড়ঝাপ শুরু করেছেন অনেক আগে থেকে।
স্বাধীনতার শতভাগ পক্ষে থাকা দলটিতেও তাই তারকাদের মেলা। আজ গণভবন থেকে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের হাতেই চূড়ান্ত করবেন, কে কে মনোনয়ন পাচ্ছেন। তবে, এর আগেই রাজশাহী, রংপুর, ময়মনসিংহসহ কয়েকটি বিভাগে মনোনয়ন চূড়ান্তের তথ্য পাওয়া গেছে। আজই চূড়ান্ত হতে চলেছে, কার কার হাতে উঠবে আওয়ামী লীগকে জয়ী করার প্রতীক নৌকা।
ঠিকানা/এসআর