দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী তালিকায় রাখা হয়নি দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে। তবে তার সংসদীয় আসন ময়মনসিংহ-৪ এ কাউকে মনোনয়ন না দিয়ে ফাঁকা রাখা হয়েছে। রওশন ছাড়াও তার ছেলে সাদকেও মনোনয়ন দেয়নি জাপা।
২৭ নভেম্বর সোমবার বিকেল সাড়ে পাঁচটায় চূড়ান্ত তালিকা প্রকাশ করেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে চুন্নু বলেন, রওশন এরশাদ মনোনয়ন ফরম কেনেননি, তার পরও তার আসন খালি রাখা হয়েছে। যদি নির্বাচন করতে চান, তাকে মনোনয়ন দেওয়া হবে।
ঠিকানা/এনআই