Thikana News
২৪ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

তারেক রহমানের ফোন এড়িয়ে চলছেন মাঠের অধিকাংশ নেতা

তারেক রহমানের ফোন এড়িয়ে চলছেন মাঠের অধিকাংশ নেতা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয়, জেলা, উপজেলার নেতাদের সঙ্গে দিন-রাত সমানে মোবাইলে যোগাযোগ করছেন। তিনি  তাদের সনির্বন্ধ অনুরোধ করছেন নির্বাচনে প্রার্থী না হওয়ার জন্য। স্বতন্ত্রভাবে বা তৃণমূল বিএনপি, জাতীয়তাবাদী আন্দোলন বা অন্য কোনো নামের দল নির্বাচনে অংশ না নেওয়ার জন্য বলছেন। নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে সম্ভাব্য দলীয় প্রার্থীদের ভবিষ্যতে গুরুত্বপূর্ণ পদে আসীন করাসহ নানা প্রলোভন দিচ্ছেন। তার পরও এলাকার যোগ্য, জনপ্রিয় অনেক নেতাকেই নির্বাচন থেকে দূরে রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
বিএনপির কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের একাধিক নেতা জানান, লন্ডন থেকে তারেক রহমান নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতাসম্পন্ন জনপ্রিয় নেতাদের সঙ্গে মোবাইলে কথা বলছেন। নির্বাচনের পরপরই তাদেরকে কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ স্থান দেওয়ার আশ্বাস দিচ্ছেন। সরকার যদি একতরফা নির্বাচন করিয়ে নিতে সক্ষমও হয়, তার পরও সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব হবে না। তারা ছয় মাসের বেশি টিকতে পারবে না। বছরের মধ্যে নতুন ব্যবস্থায় নির্বাচন হবে। নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নতুন নিষেধাজ্ঞা আসবে। গার্মেন্টস সামগ্রী রফতানির ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের আভাস এরই মধ্যে দেওয়া হয়েছে। আরও কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা আসতে পারে। কেবল যুক্তরাষ্ট্র নয়, ইউরোপীয় ইউনিয়ন থেকেও সরকার নানা সমস্যায় জড়াবে।
বিএনপির এই নেতা তার ওপর আস্থা রাখার জন্য সকল পর্যায়ের নেতাদের প্রতি একান্ত অনুরোধ জানিয়েছেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে মুক্ত অবস্থায় থাকাদের সঙ্গে এবং জেলা, মহানগর ও উপজেলার নেতাদের তার ভাষায় নির্বাচনী ফাঁদে পা না দেওয়ার অনুরোধ করেছেন। সাবেক এমপি, মন্ত্রী, স্থায়ী কমিটির কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতাদের কয়েক দফা ফোন করে আশ্বস্ত হতে চাচ্ছেন তারেক রহমান। সকলকে প্রায় অভিন্ন সুরে একই রকম কথা বলছেন, আশ্বাসবাণী শোনাচ্ছেন। স্থায়ী কমিটি, জেলা কমিটির সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের শিগগিরই যথাযথ মূল্যায়ন করে অধিকতর গুরুত্বপূর্ণ পদে আসীন করার আশ্বাস দিচ্ছেন। তাদেরকে যথাযথ মূল্যায়ন এত দিন করা হয়নি বলে দুঃখও প্রকাশ করেন। স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপিদের ভবিষ্যতে যথাযথ মূল্যায়ন, বিশেষ করে মন্ত্রিসভায় সম্মানজনক অবস্থান দেওয়ার কথা বলেন।
জানা যায়, কেন্দ্রীয় এবং জেলা-উপজেলা কমিটির অনেক নেতাই মোবাইল বন্ধ করে রাখছেন। তারেককে এড়িয়ে চলতে চেষ্টা করছেন তারা।
জানা যায়, তারেক রহমানের এসব আশ্বাসে অনেকেই প্রভাবিত হচ্ছেন না। বিশেষ করে, সবাইকেই ভবিষ্যতে মন্ত্রী, এমপিসহ গুরুত্বপূর্ণ সরকারি ও দলীয় পদে পদায়ন করার আশ্বাস দেওয়ার কথা বলায় সংশ্লিষ্ট নেতারা আস্থা রাখতে পারছেন না। তাদের ধারণা, নিতান্তই রাজনৈতিক প্রলোভন দেখিয়ে নির্বাচন থেকে দূরে রাখার জন্যই তারেক রহমান কৌশল প্রয়োগ করছেন মাত্র।
বিএনপির সঙ্গে দীর্ঘকাল সরকারবিরোধী আন্দোলনে সম্পৃক্ত থাকার পর অনেকেই আন্দোলনের পথ ছেড়ে নির্বাচনমুখী হয়েছেন। তারা বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রার্থী বেছে নেওয়া ও মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া করছেন। বিভিন্ন নির্বাচনী এলাকায় দলীয় প্রার্থী পাচ্ছেন না এদের অনেকেই। তা সত্ত্বেও প্রার্থী ভাড়া করার জন্য খোঁজা হচ্ছে। মোটা অঙ্কের অর্থ দেওয়ার প্রলোভনও দেখানো হচ্ছে।
 

কমেন্ট বক্স