নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আদালতে হাজির হয়ে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে ব্যাখ্যা দিয়েছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান ও ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান চৌধুরী নিক্সন।
একই অভিযোগে তলব করা হয়েছে কক্সবাজার-১ আসনের দুই প্রার্থীকে। পাশাপাশি জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া উসকানিমূলক বক্তব্য দেওয়ায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে গ্রেপ্তার করা হয়েছে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণ দর্শানোর নোটিসের জবাব দিতে সাকিব ১ ডিসেম্বর শুক্রবার মাগুরা জেলা নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান ও যুগ্ম জেলা দায়রা জজ সুব্রত শিকদারের কার্যালয়ে সশরীরে হাজির হন। ঘণ্টাখানেক পর সেখান থেকে বের হন নৌকার এই প্রার্থী।
পরে এ বিষয়ে সাকিবের ব্যক্তিগত আইনজীবী সাজিদুর রহমান সংগ্রাম বলেন, ‘সাকিব আল হাসানকে আচরণবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া তাকে সতর্ক করা হয়েছে, যেন পরবর্তীতে আর আচরণবিধি ভঙ্গ না করেন।’
মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর গত বুধবার প্রথমবার নির্বাচনী এলাকায় যান সাকিব। সে সময় শত শত মোটরসাইকেল আর প্রাইভেটকারের শোডাউন দেখা যায়। পরে নেতাকর্মীসহ শোডাউন নিয়ে মাগুরা জামরুলতলায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান তিনি। সেখানে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি, যা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় পরদিন মাগুরা-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সুব্রত শিকদার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে সাকিবকে কারণ দর্শানোর নোটিশ দেন।
একই দিন নিক্সন চৌধুরী ফরিদপুর যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন। আদালতের পেশকার মো. শওকত বলেন, নিক্সন চৌধুরী শোকজের লিখিত জবাব দিয়ে গেছেন। এ ব্যাপারে বিচার-বিশ্লেষণ করে অনুসন্ধান কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে।
শুক্রবার বিকাল ৪টায় কার্যালয় থেকে বেরিয়ে নিক্সন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমি নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিতভাবে আমার বক্তব্য দিয়েছি। পাশাপাশি বলেছি, আর যেন আচরণবিধি লঙ্ঘন না হয়, সেদিকে আমরা নজর রাখব।’
এর আগে গত বুধবার বার্তাবাহকের মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটি নিক্সন চৌধুরীকে কারণ দর্শানোর চিঠি পাঠায়। এ ঘটনায় শুক্রবার বেলা সাড়ে তিনটার মধ্যে সশরীরে হাজির হয়ে অনুসন্ধান কমিটির কাছে ব্যাখ্যা দিতে বলা হয়।
ঠিকানা/এনআই