Thikana News
২৪ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম, চেন্নাইতে নিহত ৫

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম, চেন্নাইতে নিহত ৫ চেন্নাইতে ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে প্লাবিত এলাকায়, কাজে নেমেছেন উদ্ধারকর্মীরা
ভারতের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম। কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। এই ঘূর্ণিঝড়ের কারণে ভারী বৃষ্টির কবলে পড়েছিল চেন্নাই। তবে বৃষ্টি থেমেছে। অবশ্য দুর্যোগজনিত কারণে সেখানে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এনটিভি জানিয়েছে,স্থলভাগে মিগজাউম ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার বেগে মারাত্মক ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানতে যাচ্ছে। এই ঝড়ে ছোট-মাঝারি গাছ উপরে পড়ার সম্ভাবনা রয়েছে, কুঁড়েঘর ও মাটির তৈরি বাড়িগুলোর বড়ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। টেলিযোগাযোগ ও বিদ্যুৎ লাইন বিপর্যস্থ হওয়ার সম্ভাবনা আছে।  

এ পরিস্থিতিতে অন্ধপ্রদেশের ৮টি জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। সেখানে ১৪৪ ধারা জারি করে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবাইকে আশ্রয়কেন্দ্র অথবা নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স