Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


মিরপুর টেস্ট

তৃতীয় দিন শেষে ৩০ রানে এগিয়ে বাংলাদেশ

তৃতীয় দিন শেষে ৩০ রানে এগিয়ে বাংলাদেশ ছবি সংগৃহীত



 
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ‍দ্বিতীয় ও শেষ টেস্টে ৮ ডিসেম্বর শুক্রবার মিরপুরে তৃতীয় দিনের খেলার শুরু থেকেই দেখা দেয় বাগড়া। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে দিনের খেলা শুরু হতে দেরি হওয়ার পর এক সেশন না যেতেই দেখা দেয় আলোকস্বল্পতা। যার কারণে চা-বিরতির পর আট ওভারের মধ্যে আবার বন্ধ হয়ে যায় খেলা। তৃতীয় দিন শেষে ৩০ রানে এগিয়ে আছে টাইগাররা।

এর আগে ৫৫ রানে ৫ উইকেটে দিন শুরু করা নিউজিল্যান্ডকে ১৮০ রানে অলআউট করার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। দুজনের আউটের পরই অবশ্য দেখা দেয় আলোকস্বল্পতা। পরে আর শুরুই হয়নি মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা।

নিউজিল্যান্ডের ব্যাটিং শেষ হওয়ার পরই আম্পায়াররা চা-পানের বিরতি দেন। বিরতি শেষে নেমে অবশ্য বেশিক্ষণ থাকতে পারেননি ওপেনার মাহমুদুল হাসান জয়। স্পিনার এজাজ পাটেলের বলে ২ রান করে ফেরত যান তিনি।

তৃতীয় ব্যাটার হিসেবে ক্রিজে এসে দেখেশুনে কিউই স্পিনারদের খেলতে থাকেন নাজমুল ইসলাম শান্ত। তার এবং জাকির হাসানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল আর কোনো উইকেট দেওয়া ছাড়াই দিন পার করবে বাংলাদেশ। তবে তা আর হতে দিলেন না কিউই অধিনায়ক টিম সাউদি। তার নিষ্প্রাণ বলে চার মারতে গিয়ে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত।

এরপর মুমিনুল এসে এক বল খেলার পরই দেখা দেয় আলোকস্বল্পতা। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩৮ রান।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স