Thikana News
০৪ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫





 

ভুলে যেও 

ভুলে যেও 





 
ফ্রান্সিস মানিক ফলিয়া 

ভুলে যেও নির্দিষ্ট সময়ের পরে মনকে বলি বারে বারে 
কোন এক শুক্রবারে, সন্ধ্যার পরে তোমাকে দেখতে আসার পরে।
অথবা কথায় কথায় রাত হয়ে যাবে দর কষাকষি 
আলিঙ্গন, নয়তো বা কবুল বলার পরে। 
হরহামেসা চলাফেরা পরিচিত পথে হাতে ধরে হাঁটে ভবিষ্যৎ 
ভাবতে পারো তখন তুলে যেতে হবে, ভুলে যেও। 
অর্ধাঙ্গীর সাথে হঠাৎ সম্মুখে, শিহরণে অবনত চোখ 
মনকে বলো হাজার বার ভুলে যেতে হবে, ভুলে যেও। 
সাদা-কালোর সংমিশ্রণে শুষ্ক কোষ, কপালে বলি রেখা 
ষোলোতে নাচে প্রতিবিম্ব, ভুলে যাবার ভালো সময়।
নয়তো বা আপন জায়গায় শত্রুর প্রতিচ্ছবি 
হিংসায় জ্বলে বুক স্বচোখে দেখে ভুলে যেতে হবেই এখন ভুলে যেও।
ভুলে যাবার আপ্রাণ প্রয়াসে কেটে যায় কত যুগ 
হাত ধরে হেঁটে যায় তৃতীয় পথ, নিয়ে যায় ভুলে যেতে। 
ফিরে আসো আপন জায়গায়, পাশেই ভুলে যাবার ভালোবাসা
দু’চোখ বেয়ে ঝরে পড়া তপ্ত জ্বলে সঙ্কিত ফেরে। 
ভুলে যাওয়ার মানসে করেছি ভুল, যতই ভুলতে চেয়েছি 
ততোই করেছি আপন, ভুলে যাওয়ার ছলনায়।
শত চোখের অগোচরে রেখেছি গোপনে কতশত ভুলে
মনকে বলি এখনো ভুলে যেও নির্দিষ্ট সময়ের পরে। 

কমেন্ট বক্স