Thikana News
০৪ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫





 

ঠিকানা

ঠিকানা





 
সাইফুল্লাহ মাহমুদ দুলাল

পাখিদের কোনো ঠিকানা থাকে না; ডাকঘরও নেই।
আমরা যখন পাখি ছিলাম, ভালো ছিলাম।

জন্মপূর্ব সাকিন ছিল মাতৃগর্ভে
মৃত্যু-উত্তর আমাদের সাকিন মাটিগর্ভে।

স্বর্গচ্যুত মানুষের ঠিকানা অনেক বা বিবিধ
পাহাড়ে, গুহায়। গাঁও-গেরামে, শহরে। নদীর ওপারে।
কারো কারো ঠিকানা কারো কারো হৃদয়ে।

বেদেরা ভাসনাম। ওদের ঠিকানা কার প্রযত্নে!
ঠিকানা বদলাতে বদলাতে একদিন মানুষও বদলে যায়
ছিঁড়ে যায়, ক্ষয়ে যায়, পাল্টে যায়।

নাটাইছেঁড়া চক্কর খাওয়া ঘুড্ডির ঠিকানা ছাদবাড়ি
আকাশের ঠিকানা জানি না পোস্টমাস্টারের অ্যাড্রেস।
জানি না ডাকটিকিটের সাথে ঠিকানার সম্পর্ক!

নাগরিকদের নগরে, শহরে
রোড, অ্যাভিনিউ, স্ট্রিট, ব্লুবার্ডে হোল্ডিং নম্বর থাকে
ইমেইল অ্যাড্রেসও একটি ঠিকানা বটে।

আমাদের আরো একটি ঠিকানা আছে :
37-17 74 Street, Suite # 2F,
Jackson Heights, NY, 11372, USA.

-টরন্টো, ২ ফেব্রুয়ারি ২০২৩

 

কমেন্ট বক্স