Thikana News
২৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

আ. লীগের আসন বণ্টন জাসদের প্রত্যাখ্যান

আ. লীগের আসন বণ্টন জাসদের প্রত্যাখ্যান ছবি সংগৃহীত
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে সাতটি আসনে দফারফা করেছে ক্ষমতাসীনরা। তিনটি দল ওয়ার্কার্স পার্টি, জাসদ ও জাতীয় পার্টিকে (জেপি) সাতটি আসন দেওয়া হয়েছে।

তবে তিনটি আসন পেয়ে সন্তুষ্ট নয় ১৪ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন,  আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আসন বণ্টন নিয়ে যে তালিকা প্রকাশ করা হয়েছে, এটা অনানুষ্ঠানিক প্রাথমিক প্রস্তাব, চূড়ান্ত নয়। আমরা এটা গ্রহণ করিনি, পুনর্বিবেচনার জন্য এবং জোটনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার জন্য পাঠিয়েছি।

তিনি বলেন, আমরা ইতিমধ্যে জানিয়েছি, আসন বৃদ্ধির প্রস্তাবটি পুনর্বিবেচনা করতে হবে এবং যে আসনগুলো ছেড়ে দেওয়া হবে, সেখানে স্বতন্ত্র আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন প্রত্যাহার করতে হবে। অবিলম্বে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, চূড়ান্ত আলোচনা এবং তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে।

আসনছাড়ের তালিকায় আছে কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু, বগুড়া-৪ আসনে এ কে এম রেজাউল করিম তানসেন ও লক্ষ্মীপুর-৪ আসনে মোশাররফ হোসেন। তারা নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স