কাজী নাজরিন
সুনীল আকাশ সবুজ ঘাস
আমার গাঁয়ের চারিপাশ
নির্মল বাতাস ছেয়ে গেছে
মুগ্ধতার ঢালা একরাশ।
দিগন্তে জমে ফুল-পাখিদের
আড্ডা গান আর মেলা
কিচিরমিচির শব্দ করে
পাখিরা করে খেলা।
নির্মল বাতাস নির্লিপ্ত চোখে
সজীবতা ছড়ায় কত
গাঁয়ের কোমল পরশমাখা
অনুভূতি শত শত।
                           
                           
                            
                       
    
 
 


                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
