দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯টি দেশ পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে নিশ্চিত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।
দেশগুলো হলো ভারত, চীন, রাশিয়া, শ্রীলঙ্কা, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া ও ফিলিস্তিন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
সেহেলী সাবরীন বলেন, ‘আরও কিছু দেশের পর্যবেক্ষক পাঠানোর সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সংস্থা হিসেবে ওআইসি, কমনওয়েলথ ও আরব পার্লামেন্ট থেকে পর্যবেক্ষক আসবে।’
তিনি আরও বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের একটা পর্যবেক্ষক দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। তারা জানুয়ারির ২৪ তারিখ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। নির্বাচন কমিশন বর্তমানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছ থেকে অ্যাক্রিডিটেশনের (অনুমতি) জন্য প্রাপ্ত আবেদন পর্যালোচনা করছে। তাদের মধ্যে কতজন বাংলাদেশে আসবে, তা কমিশন চূড়ান্ত করলে জানা যাবে।’
সম্প্রতি ঢাকায় ট্রেনে অগ্নিকাণ্ড নিয়ে বন্ধুরাষ্ট্র ক্ষোভ বা সমবেদনা জানিয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘটনাটি অনানুষ্ঠানিকভাবে সামাজিকমাধ্যমে জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার হাইকমিশন নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। অস্ট্রেলিয়ান হাইকমিশন অগ্নিকাণ্ড পরিকল্পিত বলে উল্লেখ করেছে। ফ্রান্স দূতাবাস ঘটনার সঙ্গে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।’
ভারতের তরফ থেকে কোনো উদ্বেগের কথা জানানো হয়েছে কি না জানতে চাইলে সেহেলী সাবরীন বলেন, ‘ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাইনি।’
ঠিকানা/এনআই