Thikana News
০৪ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫





 

নতুন বছর

নতুন বছর





 
জাহাঙ্গীর চৌধুরী

তেইশ গেল চব্বিশ আসল
বিশ্বে আজকে নতুন ভোর।
শুভ্র ঝান্ডা উড়িয়ে আজ
তাড়িয়ে দাও সকল ঘোর।

পুরাতন যায় নতুন আসে
বাজে নতুন গানের সুর।
নতুন সবাই ভালোবেসে
জরাজীর্ণ করে দূর।

নতুন বইয়ের নতুন গন্ধে
শিশু পাবে ছন্দের প্রাণ।
ইস্কুল যাবে সবাই মিলে
বুকে নিয়ে খুশির বান।

নতুন বছর নতুন হিসাব
আনবে মনে নতুন ভাব।
ভূভারী সব কর্ম ফেলে
পুণ্য কর্ম করব লাভ।

দেশটা গড়ব সবাই মিলে
ভেঙে মনের সকল ভুল।
পথের কাঁটা উপড়ে সব
আনব সুখের বিজয় ফুল ॥

কমেন্ট বক্স