Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাইলে মোকাবিলা করা হবে : সিইসি

বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাইলে মোকাবিলা করা হবে : সিইসি ছবি সংগৃহীত





 
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি করছে। তারা নির্বাচন প্রতিহত করতে চাইলে মোকাবিলা করা হবে।’

সিলেটের ছয়টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে শনিবার (৩০ ডিসেম্বর) বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এরপর সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আসন্ন নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় সিইসি আরও বলেন, ‘নির্বাচনের সময় সশস্ত্র বাহিনী যখন মাঠে থাকবে, তখন তা সুষ্ঠু নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে। মানুষ নির্বাচনী পরিবেশ নিয়ে ভরসা পাবে।’

নির্বাচনের দিন অপপ্রচার রোধে গণমাধ্যমকে ভূমিকা রাখার প্রতিও আহ্বান জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল।

সকাল ১০টায় জেলা সার্কিট হাউসে শুরু হওয়া মতবিনিময় সভায় জেলার ছয়টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রতিনিধিরা অংশ নেন। সিলেটের ছয়টি আসনে এবার মোট প্রার্থী ৩৫ জন।

পরে দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন সিইসি। দ্বাদশ সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সিইসির এই সফর বলে জানান সংশ্লিষ্টরা।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স