Thikana News
০৪ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫





 

দুটি কবিতা

দুটি কবিতা





 
খ্রিষ্টফার পিউরীফিকেশন

পালক বৃত্তান্ত
পাখির পালক উড়ে যায়
জলজ মেঘের ডানায় ভর ক’রে
উড়ে যায় দূর সীমানায়
চিহ্ন থাকে শুধু জমিনে প’ড়ে।

দুর্বৃত্ত বাতাস সব চিহ্নই তার
দমকা আঘাতে করে বিচ্যুত;
কোথা থেকে কখন শুরু আর
কখন হবে শেষ। এক অদ্ভুত;
অভিজ্ঞতা। সময়ের আবর্তে
সে এক যুগান্তকারী ঘটনা!
পাখির পালক ফের ফিরে মর্তে,
চারদিকে হয়ে যায় রটনা।

পাখিরা তাই ফিরে আসে মাটিতে
উজান ঠেলে জীবনের ভাটিতে।

স্বপ্নের বীজ

আমার মাটিতে
আয়েশে রেখে হাত
জড়তা ভাঙি আঙুলের
সমূহ ভাঁজ খুলে খুলে
মৌসুমি ওমের তলে
স্বপ্নের বীজ করি রোপণ।

একদিন এ বীজ চলে যাবে ভাটিতে,
শিকড় ছড়িয়ে জীবনের প্রপাত
করবে রচনা। রং যত সংশ্লেষণের
চারদিকের বাতাসে উঠবে দুলে,
নিবিড় কুটিরে পিদিম উঠবে জ্বলে;
স্বপ্নের বীজ বৃক্ষের স্তরে রইবে গোপন।
 

কমেন্ট বক্স