হবিগঞ্জ শহরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৬ জানুয়ারি) রাত আটটার দিকে জেলা সদরের শায়েস্তানগর এলাকার পইল রোডে এ ঘটনা ঘটে। এ সময় দুটি মোটরসাইকেল ও আওয়ামী লীগ প্রার্থীর অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া একটি ওয়ার্কশপে ভাঙচুর চালানো হয়েছে।
এদিকে জেলা নির্বাচন অফিসেও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশত রাউন্ড টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোড়ে।
হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান,বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
ঠিকানা/এনআই