ঝালকাঠির একটি কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে এক যুবক আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি দুই আসনের সদর উপজেলার পাকমোহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডিত যুবকের নাম মোহাম্মদ মেহেদী হাসান হাওলাদার। সে সদর উপজেলার পাক মোহর গ্রামের তোফাজ্জল হোসেন হাওলাদারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার জানান, মোহাম্মদ নাসির উদ্দিন নামে এক ব্যক্তি জাল ভোট দিতে এসে যাচাই-বাছাইয়ে আটক হয়। জাল ভোটের বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুবকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
ঠিকানা/এসআর