কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীকের প্রার্থী নুরুল আমিন সিকদার ভুট্টো। রোববার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
নুরুল আমিন সিকদার ভুট্টো বলেন, ‘নৌকার কর্মী-সমর্থকরা কেন্দ্র থেকে আমার এজেন্ট ও কর্মীদের বের করে দিয়েছে। এ ছাড়া ভোট ছিঁড়ে নিচ্ছে। লাঙ্গলের কর্মীদের হাত থেকে ব্যালট নিয়ে ছিঁড়ে ফেলেছে। প্রশাসনকে অবহিত করেছি। এক ঘণ্টা পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় আমি ভোট বর্জন করেছি।’
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ভোটার রয়েছেন ৩ লাখ ২৬ হাজার ৯৭১ জন, ভোটকেন্দ্র ১০৪। এর মধ্যে টেকনাফে ৫৭ কেন্দ্র এবং উখিয়ায় ৪৭টি কেন্দ্র রয়েছে।
ঠিকানা/এনআই