Thikana News
২৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

স্ত্রীসহ আলেশা মার্টের চেয়ারম্যানের কারাদণ্ড

স্ত্রীসহ আলেশা মার্টের চেয়ারম্যানের কারাদণ্ড ছবি সংগৃহীত
ঢাকার আদালতের গাড়িচালকের মামলায় আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরীর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঢাকার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী নিকুঞ্জ বিহারী আচার্য্য এসব তথ্য জানিয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ৮ জুন ঢাকা বিশেষ জজ আদালত-৭ এর গাড়িচালক ভুক্তভোগী নুরুজ্জামান রিপন আলেশা মার্ট লিমিটেড থেকে ডিসকাউন্টে ক্রয়ের জন্য একটি মোটরসাইকেল অর্ডার করেন। এ বাবদ ২ লাখ ৫০ হাজার ৩১০ টাকা নগদ ও বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করেন। টাকা পরিশোধের পর ৪৫ দিন পার হলেও তার মোটরসাইকেল বুঝিয়ে দেয়নি আলেশা মার্ট। একাধিকবার মোটরসাইকেল হস্তান্তরে ব্যর্থ হয়ে ২০২১ সালের ২৮ ডিসেম্বর মোটরসাইকেলের ক্ষতিপূরণ বাবদ ৩ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা চেক প্রদান করা হয়। পরে ২০২২ সালের ২০ মার্চ সোনালী ব্যাংক লিমিটডের ডিস্ট্রিক্ট কাউন্সিল হল শাখায় চেক নগদায়নের জন্য জমা দিলে সেটা ডিজঅনার হয়। পরে একাধিকবার টাকার বিষয়ে আলেশা মার্টের সঙ্গে যোগাযোগ করলে তারা টালবাহানা করতে থাকে।

এ ঘটনায় ২০২২ সালের ১৯ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঢাকা বিশেষ জজ আদালত-৭ এর বিচারকের গাড়িচালক নুরুজ্জামান রিপন বাদী হয়ে মামলা করেন। মামলাটি আমলে নিয়ে আসামিদের আদালতে উপস্থিত হওয়ার জন্য সমন জারি করেন। তবে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স