Thikana News
০৪ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫





 

ঢাকাকে উড়িয়ে জয়ে ফিরল রংপুর

ঢাকাকে উড়িয়ে জয়ে ফিরল রংপুর ছবি সংগৃহীত





 
যথেষ্ট ফিট না থাকায় ব্যাটিংয়ে নামলেন না তাসকিন আহমেদ। দুর্দান্ত ঢাকাও ততক্ষণে বুঝে গেছে, জয়ের আশাটা হাতছাড়া হয়ে গেছে। তাসকিন নামলেও লাভ নেই। বাংলাদেশি পেসার ‘এবসেন্ট হার্ট’ হওয়ায় ঢাকার ইনিংসও ১৬.৩ ওভারের পর আর এগোয়নি। থেমে যায় ১০৪ রানে। তাতে রংপুর রাইডার্সও পেল ৭৯ রানের সহজ জয়। এবারের বিপিএলে এটি তাদের দ্বিতীয় জয় ও ঢাকার টানা দ্বিতীয় হার।

শনিবার (২৭ জানুয়ারি) টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাবর আজমের দুর্দান্ত ফিফটিতে রংপুর ৮ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ পায়। পাকিস্তানি ওপেনার ৪৬ বলে ৫ চার ও ১ ছয়ে খেলেন ৬২ রানের ইনিংস। তৃতীয় ম্যাচ খেলতে নেমেই দ্বিতীয়বার ম্যাচসেরার পুরস্কারও জিতলেন তিনি। এই ম্যাচকে সামনে রেখে সাকিব আল হাসান শনিবার দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন করলেও ঢাকার বিপক্ষে ব্যাটিংয়ে নামেননি।

বাংলাদেশি অলরাউন্ডার ব্যাট না করলেও স্কোর বড় করতে সমস্যা হয়নি তার দলের। ইনিংসের শেষ দিকে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইয়ের ১৫ বলে ২ চার ও ৩ ছয়ে ৩২ রান ও শামীম হোসেনের ৮ বলে ১ চার ও ১ ছয়ে ১৭ রানের ক্যামিওতে ঢাকাকে বড় লক্ষ্য দেয় রংপুর।

১৮৪ রানের সেই লক্ষ্যটা ঢাকার জন্য পাহাড়সম হয়ে দাঁড়ায় স্কোরবোর্ডে কোনো রান জমা পড়ার আগেই আজমতউল্লাহর করা ইনিংসের প্রথম ওভারেই ওপেনার দানুশকা গুনাথিলাকা বিদায় নিলে। আজমতউল্লাহ ও মেহেদী হাসানের সামনে ৩২ রানেই ৪ উইকেট হারিয়ে বসে তারা। ঢাকার হয়ে যা একটু লড়াই করেছেন অ্যালেক্স রোজ। তবে তার ৫২ রান শুধু হারের ব্যবধানটুকুই কমিয়েছে। ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় বলে মেহেদীর তৃতীয় শিকার হিসেবে শরীফুল ইসলাম ক্যাচ তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ইনিংসও শেষ হয় ঢাকার। তাসকিন না নামায় ১ রানে অপরাজিত থাকা আরাফাত সানিকেও ফিরে যেতে হয়।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স